ডেস্ক: স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান। রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের দুটি জায়গায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায় পাক সেনা। গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি-দোকান। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। শনিবার রাতে পুঞ্চের বাজার এলাকায় গ্রেনেড ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা। আহত হন একাধিক ব্যক্তি। হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাসি।শুক্রবার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য সাহায্য পাঠাতে চেয়ে সাউথ ব্লকে প্রস্তাব পাঠায় পাকিস্তান। এদিন, সেই প্রস্তাব সরাসরি খারিজ করেছে বিদেশমন্ত্রক। পাক মদতে কাশ্মীরে অশান্তির জেরে দু-দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও রবিবার ওয়াঘায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি।