ডেস্কঃ টিম ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী আইসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন। বর্তমান ক্রিকেট কমিটির চেয়ারম্যানঅনিল কুম্বলে৷ অন্যদিকে তিনি আবার ভারতীয় দলের নতুন কোচও।ছয় বছর ধরে তিনি যে কমিটিতে রয়েছেন,হঠাত্ সেই পদ থেকেইস্তফা দিলেন দিতে গেলেনকেন? এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর না দিয়ে শাস্ত্রী বলেন, “আমার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। আর তাছাড়া একই পদে ছ’বছর রয়েছি। এ বার পদ ছাড়ার সময় হয়েছে।” স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে কুম্বলে ভারতের কোচ হয়ে যাওয়ারফলেই কি তিনি পদত্যাগ করলেন, কারন তিনিও কোচের অন্যতম প্রার্থী ছিলেন। অনিল কুম্বলে ভারতীয় দলের কোচ থাকলে তার তারপক্ষে আর মিডিয়া রিপ্রেজেন্টেটিভের পদ আঁকড়ে থাকা সন্মানজনক নয়। খবরে প্রকাশ কুম্বলে ওই কমিটির প্রধান হিসাবে কাজ চালিয়েযাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, শাস্ত্রীর পদত্যাগের ঠিক আগেই।বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “সৌরভ, কুম্বলের পাশাপাশিরবির বিষয়টিও আমাদের কাছে যথেষ্ট আবেগের। সম্ভবত চলতি বিতর্কের পর কুম্বলের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে চাইছেন নাতিনি।”- কার্তিক পাল