ফেব্রুয়ারীঃ সল্টলেকের এক ব্যবসায়ী বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে টাকা দাবী করার গুরুতর অভিযোগ আনলেন।
আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনে সল্টলেকের ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্বে অভিযোগ করে বলেন যে তার কাছে থেকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য এক কোটি টাকা দাবি করেছেন সব্যসাচী দত্ত। ব্যবসায়ীর অভিযোগ, ফোন করে সব্যসাচী দত্ত তাঁকে হুমকি দেন, ওই টাকা তাঁকে দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েও কোনও লাভ নেই বলে হুমকি দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব। আমি বলব, আমাকে বাঁচান। প্রয়োজনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাব।''
ওই ব্যবসায়ীর দাবি, ২০ দিন আগে একটা রবিবার তাঁকে ফোন করে ২ লক্ষ ৩০ হাজার টাকা দাবি করেন মেয়র সব্যসাচী দত্ত। তিনি দাবি করেছেন, 'ওনার কথামতো ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলাম।সব্যসাচীর অনুগামীর হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা দিই। এরপর সব্যসাচী দত্ত তাঁকে ফোন করে প্রথমে ৩০ লক্ষ টাকা চান এবং পরে ত্রিপুরা নির্বাচনের কথা বলে এক কোটি টাকা চাওয়া হয়। ১২ ফেব্রুয়ারি রাত ১০.৪১-এ আবার ফোন আসে।আজ সকাল ১০টা নাগাদ আবার ফোন আসে।আমি বিষয়টি তৃণমূলের কয়েকজন নেতাকে জানাই।তৃণমূল নেতারা বলেন, মিটিয়ে নাও, নইলে ফল ভাল হবে না।সব্যসাচী বলেছেন, আমাকে টাকা দিতে হবে।।টাকা দিতে না পারলে, আমার চেয়ে খারাপ কেউ হবে না।'
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সব্যসাচী দত্ত এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, একেবারেই ভিত্তিহীন অভিযোগ। আমি কেন টাকা চাইতে যাব। আবার ত্রিপুরা নির্বাচনের জন্য সল্টলেকে টাকার দাবি কে করব । এসবই পরিকল্পিত চক্রান্ত। ত্রিপুরা নির্বাচনের প্রাক্কালে ওই ব্যবসায়ীকে দিয়ে অভিযোগ করানো হয়েছে, এসব বিজেপির চক্রান্ত।