news bazar24:অ্যান্টিগুয়া গুয়েতমালার ১৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফুয়েগো আগ্নেয়গিরিটি প্রায় ৫০০ বছর ধরেই সক্রিয় রয়েছে।স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্রবল বিস্ফোরণে সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরিটি।যার রোষে মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। ২ হাজারের বেশি ঘরছাড়া। গুয়েতমালার বিপর্যয় মোকাবিলা দফতরের ন্যাশনাল কোঅর্ডিনেটরের মুখপাত্র জানিয়েছেন, আলোর অভাবে এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে ,কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার কার্যে নেমেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।