Newsbazar24.com / সবার জন্য

  • বিয়ে করতে চলেছেন প্রত্যুষার মৃত্যুতে অভিযুক্ত বয়ফ্রেন্ড 'রাহুল রাজ সিং'

    31-May-18 07:49 pm


    news bazar24:প্রত্যুষা ব্যানার্জি ২০১৬ সালের ১ এপ্রিল আত্মহত্যা করেন। প্রত্যুষার আত্মহত্যার জন্য ওঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং কে অভিযুক্ত করা হয়। তারপর কেটে গেছে দু“বছর ‚ দেখা যাচ্ছে রাহুল পুরনো কথা ভুলে গেছেন এবং খুব তাড়াতাড়ি ওঁর এখনকার প্রেমিকা অভিনেত্রী সালোনি শর্মার সঙ্গে বিয়ে করতে চলেছেন। জন্মদিনের পার্টির কয়েকটা ছবি রাহুল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সেখানেই উনি জানিয়েছেন আর কিছুদিনের মধ্যে সালোনি ওঁর স্ত্রী হতে চলেছেন। রাহুল ছবির তলায় লেখেন ‘গত বছরটায় আমার ওপর দিয়ে অনেক কিছু গেছে। কিন্তু এতে আমি ভেঙে না পড়ে আরো দৃঢ় হয়েছি। আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাতে চাই সালোনিকে, ও আমার পাশে সব সময় থেকেছে। ও খুব তাড়াতাড়ি আমার স্ত্রী এবং জীবনসঙ্গী হতে চলেছে। রাহুলের জীবনে প্রত্যুষা আসার আগে থেকেই সালোনির সঙ্গে পরিচয় ছিল রাহুলের, তখন উনি বুঝতে পারেননি ওঁদের মধ্যে প্রেম ছিল নাকি বন্ধুত্ব। এই ব্যাপারে কথা বলতে গিয়ে রাহুল বলেন‘তখনো আমারা দুজনেই দুজনকে ভালোবাসতাম। কিন্তু সিদ্ধান্ত নিতে পারি নি। এর কিছুদিনর মধ্যে সারা খানের পার্টিতে আমার প্রত্যুষার সঙ্গে আলাপ হয়। এরপর অন্য একটা পার্টিতে আবার দেখা হয় প্রত্যুষার সঙ্গে। এরপরেই প্রত্যুষা সবাইকে জানিয়ে দেয় ‘রাহুল রাজ সিং আমার বয়ফ্রেন্ড। এর ফলে সালোনি আমার ওপর খুব রেগে যায়। আমার আর সালোনির সম্পর্ক নষ্ট হয়ে যায়।সালোনিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম ।কিন্তু ও কিছু শুনতে রাজি ছিল না।ধীরে ধীরে আমি আর প্রত্যুষা একে অপরের প্রেমে পড়লাম। আমরা ১০ মাস একসঙ্গে ছিলাম। 

    Read : 0
    Edit

Related Posts