রক্তের জন্য ১২ টি রাজ্য ঘুরে বেরালেন জয়দেৰ রাউত, কিন্তু কেন ?
14-Jun-19 12:48 am
News Bazar24: রক্ত দান করুন। আপনার দায়িত্ব পালন করুন, এই বার্তা নিয়ে ভারতের বভিন্ন রাজ্য খালি সাইকেল চালিয়ে ঘুরলেন হুগলীর জয়দেব রাউত। তিনি ১২ টি রাজ্যের ৭০০০ কিমি ঘুরে এদিন পৌঁছলেন মালদা শহরে। সেখান থেকে জয়েদেব বাবু পাড়ি দেবেন উত্তরের পাহাড়ি পথে । এদিন মালদার সেলিব্রেটি রেস্তরাঁর অনুষ্ঠান কক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে জয়দেব রাউতকে সমর্ধনা দেওয়া হয়। মালদা মিডিয়াম ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।