Newsbazar24.com / সবার জন্য

  • আপনি কি নিমন্ত্রিত ? আগামীকাল শুক্রবার ৪ ঠা বৈশাখ শ্রাবন্তীর তৃতীয় বিয়ে।

    18-Apr-19 05:32 pm


    রাজকুমার দাস: ২০০৩ থেকে ২০১৯ এই ১৬ বছরের মধ্যে তৃতীয় বার, ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।বিয়ের সময় পাশেই থাকবে শ্রাবন্তীর ছেলে ঝিনুক। উল্লক্ষ্যে, টলিপাড়ায় জোর গুঞ্জন আগামীকাল শুক্রবার ৪ বৈশাখ পাঞ্জাবি প্রেমিক রোশন সিং-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। টালিগঞ্জে কান পাতলে শোনা যাচ্ছে, রোশনের দেশের বাড়ি চণ্ডীগড়ে বসছে শ্রাবন্তীর বিয়ের অনুষ্ঠান। অনেকে বলছেন গত পয়লা বৈশাখেই রোশন সিংয়ের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই শ্রাবন্তী ও রোশনের পরিবারের সদস্যরা চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন বলে খবর। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেঁছেন শ্রাবন্তীর পরিবারের সদস্যরা। এমনকি তাঁর তৃতীয় বিয়ের কোনও খবর যাতে প্রকাশ্যে না আসে সেবিষয়ে সদা তৎপর ছিলেন অভিনেত্রী। টলিপাড়ায় বহুদিন ধরে গুঞ্জন ছিল তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু তিনি। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন বলে রোশন। জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তাঁর সঙ্গে শ্রাবন্তীর আলাপ। , মাত্র মাস চারেকের পরিচিত রোশনের সাথে শ্রাবন্তীকে দোল খেলতেও দেখা গিয়েছিল রোশনের ফ্ল্যাটে। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি শ্রাবন্তী তাঁর দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গতবছর ১০ জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের তিনমাস যেতে না যেতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাঁদের বিয়ে টিকল না সেবিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণ ভিরাজ কেউই মুখ খোলেননি। এর পরেই নতুন করে এই সম্পর্ক। রোশন সিংহ ও শ্রাবন্তী বহুদিন ধরেই একে অপরের বাড়িতে ইতিমধ্যেই যাতায়ত শুরু করেছিলেন। বেশকিছু পার্টিতে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিব তাঁদের। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী বলেছেন রোশন সিংহ ভীষণই ভালো মানুষ। আমি বাকি জীবন টা ওর সাথেই কাটাতে চাই।

    Read : 0
    Edit

Related Posts