Newsbazar24.com / সাপ্লিমেন্ট

 • জুন মাসে ‘থোকায় থোকায়’ জ্বলে জোনাকি, যাবেন নাকি এমন জায়গায়

  14-Apr-19 12:53 pm


  newsbazar24:বর্ষার শুরু, অর্থাৎ জুন মাস নাগাদ পুরুষওয়াদিতে সন্ধে হলেই জ্বলে ওঠে হাজার হাজার জোনাকি।এখনও অনেক সময় রয়েছে। প্ল্যান করে ফেলুন আগামী জুন মাসের জন্য। বাণিজ্য নগরী মুম্বই থেকে মাত্র ৪ ঘণ্টা দূরত্বেই রয়েছে এক স্বপ্নপুরী। মুম্বই বা পুণে থেকে নাসিক যাওয়ার পথেই পড়ে আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। নাম পুরুষওয়াদি। মহারাষ্ট্রের আকোল জেলার দু’টি নদী, কুরকুন্ডি ও মুলার মাঝে রয়েছে সবুজে ঢাকা এই গ্রাম। গত কয়েক বছর ধরে, জুন মাস এলেই পুরুষওয়াদিতে শুরু হয় ‘ফায়ারফ্লাইজ ফেস্টিভ্যাল’।মহারাষ্টের এক স্বেচ্ছাসেবী সংস্থা পুরুষওয়াদিতে ইকো-ট্যুরিজিম গড়ে তোলার চেষ্টা করছে বর্তমানে। হোম-স্টে, স্থানীয় খাবার, শহুরে জীবন থেকে একটু দূরেই সম্পূর্ণ প্রকৃতির মাঝে সপ্তাহান্তের দু’টি দিন কাটানোর সুযোগ-সুবিধা গড়ে তোলাই তাদের লক্ষণ। কিন্তু, এ সবের জন্য নয়, পুরুষওয়াদির জনপ্রিয়তা বেড়েছে একেবারেই অন্য কারণে। বিভিন্ন পর্যটন সংস্থা ও সংবাদমাধ্যমের সূত্র ধরে জানা যায় যে, বর্ষার শুরু, অর্থাৎ জুন মাস নাগাদ পুরুষওয়াদিতে সন্ধে হলেই জ্বলে ওঠে হাজার হাজার জোনাকি। 

   

  Read : 1
  Edit

Related Posts