Newsbazar24.com / সবার জন্য

 • সিভিল পি এস সি পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট এর জন্য সারা রাজ্য জুড়ে ফ্রি প্রিপারেটোরি কোচিং

  19-Feb-19 02:57 pm


  newsbazar24: রাজ্যের বিভিন্ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার দের সর্ব বৃহৎ শাখা সোসাইটি ফর ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস ওয়েষ্ট বেঙ্গল নামক সংস্থার আয়োজনে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পি এস সি পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট এর জন্য অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে ফ্রি প্রিপারেটোরি কোচিং। 
  গত রবিবার ১৭/০২/২০১৯ তাং বহরমপুর, বর্ধমান জলপাইগুড়ি জেলায় শুরু হয়ে গেল কোচিং ক্লাস এবং মক পার্সোনালিটি টেস্ট, এই দিন তিন জেলায়  প্রায় সারা রাজ্যের ৪০০ জন ইঞ্জিনিয়ার পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।সোসাইটির প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার তুহিন মোহান্ত জানান এছাড়া আগামী ২৪/০২/১৯ থেকে কলকাতা চেতলায় অবস্থিত কৈলাশ বিদ্যামন্দিরে ধারাবাহিক ভাবে ছয় সপ্তাহ এই নিঃশুল্ক কোচিং চালু থাকবে।এছাড়া আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি মালদা জেলায় অনুষ্ঠিত হবে এই কোচিং।ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ২০০০ পরীক্ষার্থী।। এই অনুষ্ঠানে র পুরোভাগে রয়েছেন রাজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার সমরেন্দ্র দাস মহাশয়,  সভাপতি শিবাজী নন্দী,  সহ সম্পাদক সৌমেন জোয়ারদার ও সারা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছেন সোসাইটির প্রবন্ধন সচিব যথা ইঞ্জিঃ দেবাশীষ দাস, মনোজ সাহা, অলোক সর্দার সহ  জেলার ইঞ্জিনিয়ার গন।উল্লেখ্য যে গতবার ২০১৭-১৮ এই উদ্যোগের ফলে প্রায় হাজার জন  রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিযুক্ত হন।।

  (নিঃশুল্ক কোচিং ক্লাস যোগদানে ইচ্ছুক রা যোগাযোগ করবেন ৮৪৩৬৩২২১১৬ এবং ৯৪৩৪৩১৫৭০৩) 

  Read : 0
  Edit

Related Posts