Newsbazar24.com / সবার জন্য

 • রাজকুমার দাস পরিচালিত শর্ট ফিল্ম "অন্তরালে"---পুরস্কার জিতলো ফিল্ম ফেস্টিভ্যালে:

  25-Dec-18 12:42 am


  ডেস্ক, ২৪ ডিসেম্বরঃ ,- কলকাতা,নিজস্ব প্রতিবেদক:--- যাদবপুরের শহীদনগরে গত ২২ও ২৩ শে  ডিসেম্বর দুদিন ব্যাপী চলে শহীদ স্মৃতি সংঘ আয়োজিত তৃতীয় বর্ষের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালউদ্বোধনে ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন,সহ উদ্যোক্তাদের পক্ষে ধীমান দত্ত, ফিল্ম সমালোচক প্রভাষ  মুখার্জী,প্রমুখমোট ২৪ টি শর্ট ফিল্ম তিনটি  ডকুমেন্টরি ফিল্ম উৎসবে দেখানো হয়ডঃ যোগেন্দ্রনাথ বেরা রচিত রাজকুমার দাস পরিচালিত "অন্তরালে"--২৮মিনিটের শর্ট ফিল্ম টি  বেস্ট মিউজিক ক্যাটাগরি তে আর্থিক মূল্য সহ স্মারক মানপত্র  তুলে দেন  বিখ্যাত চিত্র পরিচালক শ্রী রাজা সেনছবিটি ডাইনী প্রথা সমাজের কু সংস্কার বিরুদ্ধে এক সামাজিক বার্তা তুলে ধরেছেন পরিচালক রাজকুমার দাস"অন্তরালে"--ছবিতে আঞ্চলিক ভাষায় রয়েছে গানপাশাপাশি ছবির পটভূমিকা সহ বহির্দৃশ্য শুটিং হয়েছে আহারমুন্ডা ফরেস্টে ছবিতে অভিনয় করেছেন স্মৃতিলেখা ভূঁইয়া,অরুন পাত্র,গৌরগোপাল, গৌরাঙ্গ জানা,আব্দুল্লা মোল্লা,মমতা জানা,পরেশ নন্দী,ডঃ যোগেন্দ্রনাথ বেরা, সহ রাজকুমার দাস স্বয়ং  সহ অন্যান্যরা  ছবির সম্পাদনায় অনিতেশ অধিকারী,মেকআপ অসীম কুন্ডু , ছবিটি এটি মধ্যে  ব্যাঙ্গালোরে বেঙ্গলী শর্টসে সেমিফাইনাল রাউন্ডে মনোনীত রাজকুমার দাস ইতিমধ্যেই বহু শর্ট ফিল্ম ডকুমেন্টরি ফিল্ম করেছে অন্তরালে তার নতুন সংযোজন

  এই ছবির পুরস্কার প্রাপ্তি আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে বলে জানান পরিচালক রাজকুমার দাসতার প্রয়াস আরও সুদূর প্রসারিত হোক এই শুভেচ্ছা রইলো

  Read : 0
  Edit

Related Posts