Newsbazar24.com / সবার জন্য

  • নতুন বাংলা ছবি "আমি শুধু তোর হলাম" দর্শকের আশা পূর্ণ করতে পারল না।

    09-Dec-18 10:15 pm


    কলকাতা,রাজকুমার দাস,৯ ডিসেম্বর :-শুক্রবার লেক মলের সিনে পলিসে  প্রিমিয়ার শো হয়ে গেল সুব্রত হালদার পরিচালিত নতুন বাংলা ছবি "আমি শুধু তোর হলাম"  ছবির নামেই পরিষ্কার ছবিটি ত্রিকোণ প্রেমের নায়ক রণজয় এই ছবিতে অভিনয় করেছেন সুন্দর পরিশীল ভাবেবোঝাই যাচ্ছে সে তৈরি হয়ে ইন্ডাস্ট্রি তে থাকতে এসেছেতার অভিনয় শৈলী অনেকটাই পরিণতসেই অর্থে ওড়িয়া ছবিতে কাজ করা বঙ্গ তনয়া নবাগতা ঝিলিক ভট্টাচার্য্য  অভিনয়ে অনেকটাই কাঁচা ছবিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক সোহম রিটায়ার্ড কর্নেল অদৈত্ব বাবুর চরিত্রে ভিক্টর ব্যানার্জী ,কে নতুন ভাবে না পাওয়া গেলে ছবিতে বিশ্বনাথ বসু খরাজ মুখার্জির চরিত্র দর্শকরা মনে রাখবেছবির শুটিং আউটডোর লোকেশন অনেকের কাছেই ভালো লাগবেআয়ুস এর সংগীত পরিচালনা গান গুলি সুন্দর উপস্থাপন করেছেন পরিচালক সুরজিৎ দাস কল্লোল দাস নিবেদিত প্রিন্সেস আর্ট প্রোডাকশন প্রযোজিত ছবির  ফাইট জুডো রামু  নতুন কিছুই করেন চিরাচরিত একই ধাঁচের একশান তুলে ধরেছেনগল্পের শেষ টা আরও ভালো হওয়া উচিত ছিলশেষ হয়ে যেন হলো না শেষ  ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা রায়,তুলিকা বসু,রাজা দত্ত,সুমন মুখার্জী প্রমুখ"আমি শুধু তোর হলাম "পরিচালক সুব্রত হালদারের দ্বিতীয় মুক্তি প্রাপ্ত ছবিআগামী তে তিনি আরো অনেক ভালো ভালো ছবি আমাদের উপহার দিক এই কামনা করি

    Read : 0
    Edit

Related Posts